ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মিয়ানমারে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত
Published : Saturday, 20 February, 2021 at 7:45 PM
মিয়ানমারে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহতমিয়ানমারে একটি শিপইয়ার্ডের কর্মীদের সেনা বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণ করতে গুলি চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন।

শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪০ জনের মতো আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম গুলো জানায়, স্থানীয় শিপইয়ার্ডে কর্মীদের কাজে যোগ দিতে বাধ্য করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। হাজার-হাজার কর্মীদের মতো এই শ্রমিকেরাও সেনা অভ্যুত্থানের প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি ঘোষণা করেন। ১ হাজারের বেশি বিক্ষোভকারী এদিন শিপইয়ার্ডে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি চালালে দু’জন নিহত হয়।

১ ফেব্রুয়ারি অভ্যত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে।