ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দারুস সালামে আক্তার হত্যা : তিনজন রিমান্ডে
Published : Saturday, 20 February, 2021 at 8:02 PM
দারুস সালামে আক্তার হত্যা : তিনজন রিমান্ডে রাজধানীর গাবতলী বাগমারী উত্তরপাড়া এলাকার আক্তার হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেফতার তিনজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২০ ফেব্রুয়ারি) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় দারুস সালাম থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে- বাকের খান, আব্দুর রব ও আবুল হাসেম।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম।

গত ১৭ ফেব্রুয়ারি দারুস সালাম থানার ভিকটিম আক্তার হোসেনের ভাড়া বাসার কক্ষে দুর্বৃত্তরা প্রবেশ করে হাত-পা বেঁধে গলা, মুখমণ্ডল ও মাথায় গুরুতর আঘাত করে তাকে হত্যা করে। এরপর কক্ষের দরজা বাইরে থেকে লাগিয়ে সু-কৌশলে পালিয়ে যায়। ওই ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়।