আগেই বলা হয়েছিল, সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে করা লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি (এলসিটি)-২০২১ থেকে উপার্জিত অর্থ ব্যয় করা হবে দেশের দুঃস্থ ক্রিকেটারদের সাহায্যার্থে। সে মোতাবেক আজ (শনিবার) ফাইনালের দিন ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এর হাতে ৫ লাখ টাকার অনুদান তুলে দিয়েছে আয়োজকরা।
এসিই ও ক্রিকবলের আয়োজনের সফলভাবেই মাঠে গড়িয়েছে অভিনব ফরম্যাটের টুর্নামেন্ট এলসিটি-২০২১। মাঠের খেলার বাইরে অসহায় ক্রিকেটারদের সাহায্যের জন্য নেয়া উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে আজ।
কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পালের হাতে অনুদানের ডামি চেক তুলে দেন এসিই’র প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সাদেক ও ক্রিকবলের কো-ফাউন্ডার বাকি বিল্লাহ হিমেল।
এ সময় এসিই’র প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘সবসময় ক্রিকেটারদের কল্যাণমুখী কার্যক্রমে যুক্ত থাকতে চায় আমাদের এই স্পোর্টস ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠানটি। মাঠের ইভেন্ট শুধু বিনোদনের জন্যই নয়, খেলোয়াড়দের জীবনমুখী অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করছে।’ এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান ক্রিকবলের কো-ফাউন্ডার বাকি বিল্লাহ হিমেল।
কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ধন্যবাদ জানান এসিই ও ক্রিকবলকে। তিনি বলেন, ‘আমরা আসলে একটা তহবিল তৈরি রাখি সবসময়। যখনই প্রয়োজন হয়, দুস্থ ক্রিকেটার যারা আছে বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে... আমরা লাস্ট করোনার সময় একটা প্রোগ্রাম করেছি। যখনই আমরা প্রয়োজন মনে করি দুস্থ ক্রিকেটারদের সাহায্য করা। এবার কোয়াব, ক্রিকবল, এইস ও টি-স্পোর্টস একটা চুক্তিতে এসেছি। এবারের টুর্নামেন্টটাও আয়োজন করেছি একসঙ্গে। এখন থেকে প্রতি বছর এটা চালিয়ে যাব।’