করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের উদ্ভাবিত তৃতীয় ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে রাশিয়া। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই অনুমোদন দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, অনুমোদন দিলেও চুমাকভ সেন্টারের উদ্ভাবিত কোভিভ্যাক নামের এই ভ্যাকসিনটির বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল এখনও শুরু হয়নি।
এর আগে গামালিয়া ইন্সটিটিউটের উদ্ভাবিত স্পুটনিক ভিসহ দুটি ভ্যাকসিনকেও অনুমোদন দেওয়া হয়েছিল ক্লিনিক্যাল ট্রায়াল শুরু না করেই।
ক্লিনিক্যাল ট্রায়াল সমাপ্ত না করেই ভ্যাকসিন অনুমোদন দেওয়া নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞরা সংশয় প্রকাশ করেছিলেন। তবে অনুমোদন পাওয়া প্রথম দুটি ভ্যাকসিন বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই প্রয়োগ শুরু হয়। পরীক্ষাতেও এগুলো সফল বলে প্রমাণিত হয়।
গত বছরের আগস্টে অনুমোদন পাওয়া স্পুটনিক ভি- এর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় সেপ্টেম্বর মাসে। ডিসেম্বরে গণহারে তা প্রয়োগ শুরু হয়। ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৯১.৪ শতাংশ কার্যকর বলে উঠে আসে।
রুশ স্বাস্থ্যমন্ত্রী ১০ ফেব্রুয়ারি জানিয়েছেন, স্পুটনিক ভি-এর প্রথম ডোজ নিয়েছেন ২০ লাখের বেশি রুশ নাগরিক। ভেক্টর ইন্সটিটিউটের তৈরি দ্বিতীয় ভ্যাকসিনটির প্রয়োগও শিগগিরই শুরু হবে।
রুশ প্রধানমন্ত্রী বলেন, আজ রাশিয়া বিশ্বের একমাত্র দেশ যার করোনার বিরুদ্ধে তিনটি ভ্যাকসিন রয়েছে।