ছেলের পাশে শায়িত এটিএম শামসুজ্জামান
Published : Sunday, 21 February, 2021 at 12:00 AM
এটিএম শামসুজ্জামানের ইচ্ছেগুলোকেই প্রাধান্য দিলো পরিবার। নারিন্দায় পীর সাহেব বাড়ি জামে মসজিদে প্রথম ও সূত্রাপুর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে বড় ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত করা হলো এই বরেণ্য অভিনেতাকে।
আজ (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে সেখানে তাকে সমাহিত করা হয়।
এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবার সব ইচ্ছে আমরা সাধ্যমতো পূরণ করার চেষ্টা করেছি। শুধু একটি ইচ্ছে- যা আপনারা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেননি। বাবার খুব ইচ্ছে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র বানাবেন। কিন্তু সেটা তিনি করতে পারলেন না। বাবার জীবনে এই একটাই আফসোস থেকে গেল। প্রধানমন্ত্রী জানতে পারলেন না তার ইচ্ছের কথা। এখন বাবা নেই, আর কোনও ইচ্ছে নেই।’
উল্লেখ্য, বর্ষীয়ান এই শিল্পী আজ সকাল ৯টার আগে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় মারা যান।
১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লেখেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন।
কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও খল অভিনেতা হিসেবে তিনি সবার আলোচনায় ছিলেন। কিন্তু শেষ বয়সে অভিনেতা হিসেবেই সবকিছু ছাপিয়ে যান।
এটিএম শামসুজ্জামান আজীবন সম্মাননাসহ ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন এই শিল্পী।