মাদক নিতে দেখে ফেলায় প্রতিবেশীকে ছুরিকাঘাত
Published : Sunday, 21 February, 2021 at 12:00 AM
রাজধানীর ডেমরার সারুলিয়া বক্সনগর এলাকায় মাদক নিতে দেখে ফেলায় প্রতিবেশী যুবক রেদোয়ানের ছুরিকাঘাতে আহত হয়েছে পোশাক শ্রমিক শারমিন আক্তার (১৭)। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনার পর শারমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়েটি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আহতের ভাই মো. শাহিন জানিয়েছেন, একই বাড়ির ভাড়াটিয়া মাদকাসক্ত যুবক রেদোয়ান দুপুরে বাসার পাশে জানালার সামনে মাদক নিচ্ছিলো। এই সময় সে শারমিনকে জানালা বন্ধ করে দিতে বলে এবং কাউকে জানাতে না বলেন। কিন্তু শারমিন জানালা বন্ধ না করায়, সে ক্ষিপ্ত হয়ে শারমিনের রুমে গিয়ে পেটে ছুরিকাঘাত করে।
শাহিন আরও জানায়, শারমিন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে। শনিবার ছুটি থাকায় সে বাসায় ছিল। বাড়ির সবাই কাজে ছিল। তার বাবার নাম মুন্নাফ এবং মায়ের নাম সাজেদা।
বাড়ির মালিকের ছেলে তানভীর জানিয়েছেন, মাদকাসক্ত রোদোয়ান বিষয়টি সবাইকে জানিয়ে দিবে ভেবে ক্ষিপ্ত হয়ে এই কাজ করে। তাকে আটক করা হয়েছে।