দেবিদ্বার উপজেলা পরিষদ উপনির্বাচন ‘দেবিদ্বারে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে’
Published : Sunday, 21 February, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌকার মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদ। গতকাল টানা ৯দিনের মতো নির্বাচনী প্রচারণা চালান তিনি। এরই অংশ হিসেবে শনিবার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো খাতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা কল্পনার বাইরে। কাজেই এই উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে আসন্ন উপনির্বাচনে দলমত নির্বিশেষে মানুষ নৌকায় ভোট দেবে। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে হবে। সে জন্য প্রতিটি নেতা-কর্মী সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে উদ্ধুদ্ধ করতে হবে।
সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান মাসুদের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক মো. বাহাউদ্দিন বাহার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. একেএম মনিরুজ্জামান মাস্টার, সহসভাপতি মো. মোসলেহ উদ্দিন মাস্টার, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, ফতেহাবাদ ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. মফিজুল ইসলাম, নারী চেয়ারম্যান প্রার্থী মোসা. শাহনাজ মোস্তফা।
পথসভা শুরুর আগেই নির্দিষ্ট স্থানে জড়ো হচ্ছে শত শত নেতা-কর্মী। এছাড়াও বিভিন্ন স্থানে নেতা কর্মীরা মিছিলে মিছিলে পথসভায় যোগ দেন। স্থানীয় নেতা কর্মী সমর্থকরা আবুল কালাম আজাদের হাতে ফুলের নৌকা প্রতীক তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় কয়েক জায়গা নির্বাচনী অফিসও উদ্বোধন করেন তিনি।