কুমিল্লার চান্দিনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক পর্যায়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রবিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে চান্দিনা উপজেলা শিক্ষা অফিসে ওই পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল্লাহ আল মামুন। এদের মধ্যে কবিতা আবৃত্তিতে বিজয়ী ৪ জন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১৭ জন কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী মূলক গ্রন্থ ’অসমাপ্ত আত্মজীবনী’ প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবদুল ওয়াহাব, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বক্সী, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মাসুমুর রহমান মাসুদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।