ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা শিক্ষাবোর্ডে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালিত
Published : Monday, 22 February, 2021 at 6:22 PM
কুমিল্লা শিক্ষাবোর্ডে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালিতমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান সূচি পালন করা হয়। ভোরে সূর্য উদয়ের সাথে সাথে বোর্ডের  চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানের  সূচনা করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম ও সচিব প্রফেসর নূর মোহাম্মদ উপস্থিত বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এ সময়  বোর্ডের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন- ”বাংলা ভাষাকে সর্বস্তরে প্রয়োগ করতে হবে। সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার যে অর্জন তা তুলে ধরতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বর্তমান সরকার বাংলাভাষাকে সর্বস্তরের প্রচলনের জন্য কাজ করে যাচ্ছে”। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল কর্র্মকর্তা-কর্মচারী বোর্ড আঙ্গিনা হতে  বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালামের নেতৃত্বে র‌্যালি সহকারে কুমিল্লা কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। র‌্যালি শেষে কুমিল্লা বোর্ড প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম ও  সচিব প্রফেসর নূর মোহাম্মদের নেতৃত্বে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, কর্মচারী সমিতির সভাপতি জনাব মোঃ আবদুল খালেকসহ বোর্ডের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।  বাদ জোহর বোর্ড জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।