ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Published : Tuesday, 23 February, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলায় চলমান নানা উন্নয়ন কর্মকান্ড, সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, কুমিল্লা জেলা সিবিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, লাকসাম উপজেলার চেয়ারম্যান এড. ইউনুছ ভূইয়া, কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, নাঙ্গলকোট উপজেলার চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, মেঘনার উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, দাউদকান্দি উপজেলার মোহাম্মদ আলী সুমন, মনোহরগঞ্জ উপজেলার চেয়ারম্যান জাকির হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।