ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুর অতংঙ্ক একদিনে কামড়িয়েছে ১৩ জনকে
Published : Saturday, 27 February, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥ পাগলা কুকুরের ভয়ে আতংঙ্কিত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সকল শ্রেণী পেশার লোকজন। উপজেলা সদর এলাকাসহ কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে ১৩ জন আহত হয়েছেন। যাকে যেখানে পেয়েছে তাকেই আক্রমন করেছে পাগলা কুকুর। কুকুরের আক্রমন থেকে বাঁচতে গিয়ে দিক বেদিক ছুটে অনেকে আহত হয়েছেন। এমন সংবাদ ছড়িয়ে পড়ায় উপজেলার সকল শ্রেণী পেশার লোকজনের মধ্যে এক আতংঙ্ক দেখা দিয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ব্রাহ্মণপাড়া উপজেলা সদর, ছাতিয়ানী, গোপালনগর, দুলালপুর বেজুরা, মহালক্ষীপাড়া, টাটেরা এলাকা থেকে কুকুরের কামড়ে আহত ১৩ জন রুগী ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণপাড়া সদরের আবু সিদ্দিকের মেয়ে মনি আক্তার (৫), একই এলাকার কবির হোসেনের ছেলে ই¯্রাফিল (৮), ছাতিয়ানী গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে আব্দুল লতিফ (৬০), বেজুরা গ্রামের কামাল হোসেনের স্ত্রী রুবিনা আক্তার (২২, একই গ্রামের সুলতান মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫), হাফিজ মিয়ার ছেলে হৃদয় (১৪), দুলাল মিয়ার ছেলে উজ্জল হোসেন (১৩), টাটেরা গ্রামের আবুল হাসেমের ছেলে সোহেল রানা (২৮), গোপলনগর গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে ফারিয়া আক্তার (৪), দুলালপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩২), মোহালক্ষীপাড়া গ্রামের সালাম মোল্লার ছেলে শাহ আলম (৫০), এবং একই গ্রামের আজাদ মিয়ার ছেলে মেহেদী হাসান (১২) বজলু মিয়ার ছেলে আব্দুল কাদের (২৮)।
এব্যাপারে আহতদের মধ্যে কয়েক জনের সাথে কথা বললে তারা জানান, একটি কালো রংয়ের কুকুর একই দিনে উপজেলার উল্ল্যেখিত এলাকা গুলোতে দিক বেদিক ছুটে যাকে যে ভাবে পেয়েছে আক্রমন করেছে।