Published : Saturday, 27 February, 2021 at 12:00 AM, Update: 27.02.2021 1:44:29 AM
রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রচারণার শেষ দিনে উঠান বৈঠকের আয়োজন করেন নৌকায় ভোট চাইলেন রাজামেহার ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি মো. ইকবাল হোসেইন শিকদার।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে রাজামেহার স্কুল মাঠে ওই ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় রাজামেহার ইউনিয়ন সহ সমগ্র দেবীদ্বার উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল মতানৈক্য ভুলে আওয়ামীলীগ মনোনীন প্রার্থী মো. আবুল কালাম আজাদ কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে আহবান জানান।
বঙ্গবন্ধু বক্তৃতা মঞ্চ বাংলাদেশ আহবায়ক মো. ইকবাল হোসাইন শিকদার এর আয়োজনে ওই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ওহায়েদ মীর, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মোজ্জাফর, মো. নোয়াব আলী খান, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেন, ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নাঈম সরকার, ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, তানভীর, রাজন, রকিব, জয়নাল, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শরীফ, ছামাদ, লিটন, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইউসুফ, জাহিদ, কাইয়ূম, মাহাবুব সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ।