ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শপথ নিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ
Published : Saturday, 27 February, 2021 at 12:00 AM, Update: 27.02.2021 1:44:42 AM
শপথ নিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র জিএম মীর হোসেন মীরুসহ কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে তাদেরকে শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। মেয়র জিএম মীর হোসেন মীরু ছাড়াও শপথ গ্রহণ করেন চৌদ্দগ্রাম পৌরসভার সংরক্ষিত ১-৩নং ওয়ার্ড কাউন্সিলর নাছিমা খানম মজুমদার কহিনুর, ৪-৬নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজা বেগম, ৭-৯নং ওয়ার্ড কাউন্সিলর আমেনা বেগম, সাধারণ ১নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ হাসান মামুন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী বাবুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, উপজেলা আ’লীগের উপদেষ্টা রেজাউল করিম, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। শপথ গ্রহণ শেষে চট্টগ্রামস্থ চৌদ্দগ্রাম সমিতির উদ্যোগে মেয়র জিএম মীর হোসেন মীরু ও কাউন্সিলরবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়। পরে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ করেন মেয়র ও কাউন্সিলরবৃন্দ।