ধাক্কায় আরেক ব্যক্তির মৃত্যু
Published : Saturday, 27 February, 2021 at 12:00 AM
মাসুদ আলম।।
কুমিল্লার
চৌদ্দগ্রামের গুনবতী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলে মৃত্যুর
একদিন পর একই স্টেশনে ট্রেনের ধাক্কায় এবার মো. আবু ইউসুফ নামে এক ব্যক্তি
নিহত হয়েছে। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের জেলার গুণবতী রেলস্টেশনে
এই দুর্ঘটনা ঘটে। ইউসুফ উপজেলার গুনবতী ইউনিয়নের কৈতরা গ্রামের আবু মিয়ার
ছেলে।
এর আগে বৃহস্পতিবার সকালে এই গুনবতী রেলস্টেশন দিয়ে রেললাইন পার
হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় মা সুমি
বেগম ও তার কোলে থাকা শিশু মাশরাক নিহত হয়। তারা গুনবতী থেকে বাজার করে
বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের
ধাক্কায় ওই মা ও শিশু ছেলে নিহত হয়।
লাকসাম রেলওয়ে থানার থানার
উপ-পরিদর্শক মো. আব্বাস জানান, চৌদ্দগ্রাম গুনবতী রেলস্টেশনে ট্রেনের
ধাক্কায় এক ব্যক্তি নিহত কথা শুনেছি। শুক্রবার বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।
তুবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ করে মরদেহ পায়নি। তারপরও সন্ধান নেয়া
হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লার অংশে গত তিন মাসে
মা-ছেলে, বাবা-ছেলেসহ ১৪ জন ব্যক্তি ট্রেনে কাঁটা পড়ে এবং ধাক্কায় নিহত
হয়েছে। এর পরিমাণ ক্রমে বাড়ছে।