১২টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ
Published : Sunday, 28 February, 2021 at 12:00 AM
শাহরাস্তি প্রতিনিধিঃ নির্বাচন কমিশনারের তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে ২৮ র্ফেরুয়ারি রোববার শাহরাস্তি পৌরসভা নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শাস্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ হতে নেওয়া সকল প্রস্তুতি সম্পন্ন হয়। সেই অনুযায়ী, মোতায়েন করা হয়েছে পুলিশ, র?্যাব, বিজিবিসহ অতিরিক্ত পুলিশ। ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো শাহরাস্তি পৌরসভার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৩ টি কেন্দ্রের মধ্যে ১০ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছেন বলে স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা জানান। শাহরাস্তি পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৩০ হাজার ৮শ ৭৭ জন ভোটার রয়েছে। তার মধ্যে ১৫ হাজার ২শ ৩৭ জন পুরুষ ও ১৫ হাজার ৬শ ৪০ জন নারী ভোটার রয়েছে। ১২ টি ওয়ার্ডে ১৩ টি কেন্দ্রে ভোটগ্রহন হবে। জানা যায় ১৯৯৬ সালে শাহরাস্তি পৌরসভা প্রতিষ্ঠিত হয় এ পৌরসভা টি নাগরিক সেবার দিক থেকে বর্তমান ‘ক’ ক্যাটাগরিতে রয়েছে। পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, পৌর আওয়ামীলীগের আহবায়ক, বর্তমান মেয়র হাজী আব্দুল লতিফ, বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, এছাড়াও স্বতন্ত্র মোবাইল প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল ৩ জন মেয়র প্রার্থী ও পুরুষ কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর পদে ৬৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কাশেম জানান নির্বাচন শাস্তিপূর্ণ ভাবে গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে কোথায় কোন ধরনের বিশৃঙ্খলা রোধে প্রশাসন ও মিডিয়াকর্মীদের সহযোগিতা কামনা করছি।