Published : Sunday, 28 February, 2021 at 12:00 AM, Update: 28.02.2021 2:15:23 AM
স্টাফ রিপোর্টার।। সাবেক নৌবাহিনী কর্মকর্তা, লায়নস কাব ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্ণর, বিশিষ্ট ব্যবসায়ী কনফিডেন্স সিমেন্ট লি: এর পরিচালক, মেরিনার্স শিপিং ও মেরিনার্স বাংলাদেশ লি: এর ব্যবস্থাপনা পরিচালক শাহ মো: হাসান গত ২৬ ফেব্রুয়ারি রাত ৯টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন)।
মরহুম শাহ মো: হাসান কোভিড-১৯ আক্রান্ত হয়ে সুস্থ হন। কিন্তু তাঁর অন্যান্য অসুখ এবং কোভিড জটিলতায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।
তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। গতকাল ২৭ ফেব্রুয়ারি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর স্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নৌবাহিনীর লেফ্টেন্যান্ট কমান্ডার পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন সার্ভিস কাব লায়নস কাবের সাথে জড়িত ছিলেন । নিজ উদ্যোগে বিভিন্ন জনাহিত কাজে নিবেদিত ছিলেন। তিনি একজন দানশীল ব্যক্তি ছিলেন।
তিনি ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী গীতালি হাসান বিশিষ্ট নাট্যকার ও চলৎচিত্র পরিচালক। তিনি সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদ এডভোকেট আবদুল মতিন খসরুর চাচাতো ভাই। বঙ্গবন্ধুর সহচর আগরতলা মামলার আসামি কমান্ডার মরহুম আব্দুর রৌফের জামাতা। কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক নৌ বাহনী প্রধান এম.এ তাহেরের ভায়রা ভাই ও লেখক গবেষক, সিসিএন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলী হোসেন চৌধুরীর স্ত্রীর বড় ভাই। আগামী ৫ মার্চ শুক্রবার মিরপুর মসজিদে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।