ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে নিহত পিতা-পুত্রের পরিবারকে নগদ অর্থ সহায়তা
Published : Sunday, 28 February, 2021 at 12:00 AM
বারী উদ্দিন আহমেদ বাবর।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বান্নঘর গ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত পিতা-পুত্রের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নিহতের বাড়ীতে নিহত মাহবুবুল হকের ছেলে মোঃ শাহজালাল সাজু ও মাহফুজুর রহমানের হাতে নগদ এ অর্থ তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক বাদল।
এসময় উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, হেসাখাল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী মোঃ এয়াকুব আলী রায়হান, আওয়ামীলীগ নেতা মোবাশ্বের হোসেন, আবদুল মান্নান ও রবিউল হোসেনসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারী সোমবার বিকেলে নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর গ্রামে নিজ বাড়ীর পাশের রেল সড়কে পুত্রকে বাঁচাতে গিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পিতা মাহবুবুল হক ও তার ৫ বছর বয়সী শিশু পুত্র জিসানের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।