দুলালপুর ইসলামিয়া সাঈদীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ী প্রদান
Published : Monday, 1 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইসলামিয়া সাঈদীয় হাফিজিয়া মাদ্রাসার হিফয সমাপন উপলক্ষে ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান ও বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে পাগড়ী প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পুলিশ পরিদর্শক (অবঃ) ও দুলালপুর ইসলামিয়া সাঈদীয় হাফিজিয়া মাদ্রাসা এবং দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি কামাল হোসেন মৈশানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আল্লামা হযরত মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মহালক্ষীপাড়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মিজানুর রহমান আতিকী, দুলালপুর ইসলামিয়া সাঈদীয় হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মনিরুজ্জামান, একই মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মানসুরুল হক।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম রফিকুল হক ভূইয়ার ছোট ছেলে বিশিষ্ট সমাজ সেবক আরিফুল হক ভূইয়া। উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আঃ সাত্তার, ক্বারী লুৎফুর রহমান, কাজী আবদুল হান্নান সরকার, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক লিয়াকত মিয়া। এছাড়াও এসময়, কোষাধ্যক্ষ সাবেক পুলিশ সদস্য হারুন অর রশিদ, মসজিদের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন সহ বিভিন্ন মুসল্লীয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের শুরুতে প্রধান বক্তা আল্লামা হযরত মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার হিফয সমাপনকারী ছাত্রদের মাথায় পাগড়ী পরিয়ে দেন এবং তাদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।