ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সোনাকান্দা দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে
Published : Monday, 1 March, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর||
প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং ইলমে তাসাউফ ও তরিকতের লালন ও বিকাশ ক্ষেত্র কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ঘিরে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ-বিদেশের দূর-দূরান্ত থেকে আগত লক্ষ লক্ষ আশেকীন, জাকেরীন, মুহিব্বীন, ভক্ত, মুরিদান ও মুসল্লীদের উপস্থিতিতে এক বিরল ধর্মীয় ভাবগাম্ভির্য পরিবেশ সৃষ্টি হয়েছে। থেমে থেমে আল্লাহু আল্লাহু জিকির, কালিমায়ে তয়্যিবার জিকির ও আল্লাহ প্রেমিকদের চোখের পানি এবং ইয়া রাসুলাল্লাহ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে সোনাকান্দা দরবারসহ আশ-পাশের এলাকা। মাহফিলে প্রথমদিনের মতো গতকাল রোববার শেষদিনেও মাগরিব নামাজ শেষে দরবারের পীর আলহাজ মাওলানা অধ্যক্ষ মাহমুদুর রহমান চার ত্বরিকার নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ জিকিরের তালিম দেন। এর পর সারারাত ব্যাপী চলছে ধর্মীয় আলোচনা ও আলেম ওলামায়ে কেরামগণের নুরানী তাকরির।
মাহফিলে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কেন্দ্রিয় যুবলীগ সদস্য মোহাম্মদ ইসমাইল। বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মোতালেব হোসাইন সালেহীর উপস্থাপনায় মাহফিলে আরো বয়ান করেন নূর মোহাম্মদপুর দরবার শরীফের পীর মাওলানা অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ সালেহ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় মুফাচ্ছির ড. আবু সালেহ পাটোয়ারি, সাবেক উপাধ্যক্ষ মাওলানা বেলাল হোসেন আফসারী ও শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী প্রমুখ।