সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গুণগত শিক্ষার কোন বিকল্প নেই
Published : Monday, 1 March, 2021 at 12:00 AM
গতকাল রবিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটরিয়ামে “টেকসই উন্নয়নে মানসম্মত শিক্ষা ও সামাজিক মূল্যবোধ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, টেকসই উন্নয়নে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি আরো বলেন, সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গুণগত শিক্ষার কোন বিকল্প নেই।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব বার্ড যুগ্ম পরিচালক নাছিমা আক্তার ও উপ পরিচালক ফরিদা ইয়াসমিন। মূল প্রবন্ধের উপর প্রধান আলোচকের দায়িত্বে ছিলেন বার্ড পরিচালক (পল্লী শিক্ষা) ড. মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও সেমিনারের বিষয়ভিত্তিক আরো দুটি অধিবেশনে যথাক্রমে সভাপতিত্ব করেন বার্ড পরিচালক (পল্লী সমাজতত্ত্ব) মোঃ সফিকুল ইসলাম ও পরিচালক (প্রশাসন) ড. মোঃ শফিকুল ইসলাম।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (প্রশিক্ষণ) মোঃ আবদুল কাদের এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক (পল্লী সমাজতত্ত্ব) মোঃ সফিকুল ইসলাম। সেমিনারের সমাপনী অধিবেশনে সভাপতিত্ত্ব করেন বার্ড পরিচালক (প্রশাসন) ড. মোঃ শফিকুল ইসলাম। সেমিনার পরিচালক-এর দায়িত্ব পালন করেন বার্ড যুগ্ম পরিচালক নাছিমা আক্তার এবং সহযোগী সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন বার্ড উপ পরিচালক ফরিদা ইয়াসমিন।
সেমিনার সমন্বয়কের দায়িত্ব পালন করেন বার্ড যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ)রঞ্জন কুমার গুহ। উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন বার্ডের অনুষদবর্গ ও কুমিল্লাস্থ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।