ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড ১ জনের জরিমানা
Published : Monday, 1 March, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে একটি কেন্দ্রে সন্ত্রাসী কর্মকান্ড করায় ৪জনকে জেলা ও ১জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এ ঘটনা ঘটে।
দন্ডপ্রাপ্তরা হলো- বক্রিকান্দি গ্রামের ফজলু মিয়া সরকারের ছেলে দুলাল সরকার (৩৮), মো. শাহজাহান এর ছেলে মো. সজিব (১৮), মৃত রমিজ উদ্দিন এর ছেলে মো. আলআমিন (৩৩), মো. বাহাদুর মুন্সীর ছেলে মো. ইউসুফ (১৮))। তাদের সকলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। একই সময় মুরাদনগর উপজেলা থেকে এক ব্যক্তি ওই কেন্দ্রে প্রবেশ করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম ফয়সল তাদের ওই সাজা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়- নৌকা প্রতীকের প্রার্থী ভোট কেন্দ্র থেকে বের হওয়ার সাথে সাথে ধানের শীষ প্রতীক সমর্থিত সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। এসময় কর্তব্যরত পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তাদেরকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে তাদের সাজা প্রদান করা হয়।

অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান