
দিনাজপুরের খানসামায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নাসিম ইসলাম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন নাজমুল (১৬) নামে আরেক মোটরসাইকেল আরোহী।
গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত সন্ধ্যায় খানসামা উপজেলার গোয়ালডিহি তাঁতীপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক নাসিম ইসলাম (১৮) খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের গুন্দুশাহ পাড়ার জসিম উদ্দিনের তৃতীয় ছেলে। আহত নাজমুল (১৬) একই এলাকার জালালের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে একটি নসিমনের সাথে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার পাকেরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত নাজমুলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।