ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফেদেরারের ‘র‌্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
Published : Monday, 1 March, 2021 at 10:06 PM
ফেদেরারের ‘র‌্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচরজার ফেদেরারের সবচেয়ে বেশি সময় র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড স্পর্শ করেছেন নোভাক জোকোভিচ।

পুরুষ এককে দুজনেরই শীর্ষে থাকার রেকর্ড এখন ৩১০ সপ্তাহ করে। আসছে সপ্তাহে রেকর্ডটা নিজের করে নেবেন ৩৩ বছর বয়সী জোকোভিচ।

গত মাসে মেলবোর্নে নিজের নবম অস্ট্রেলিয়ান ওপেন জেতেন এই সার্বিয়ান তারকা, যা তার অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ছেলেদের এককে তার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কেবল ফেদেরার ও রাফায়েল নাদাল, ২০টি করে।

ইতিহাসের অংশ হওয়ার পর স্বস্তির কথা জানিয়েছেন জোকোভিচ।

“দীর্ঘ সময় র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার ঐতিহাসিক অর্জনের পর এটা আমার জন্য কিছুটা স্বস্তিরও বিষয় হতে যাচ্ছে। কারণ এখন আমি আমার সব মনোযোগ বিশেষ করে গ্র্যান্ড স্ল্যামের দিকে দিব।”

পঞ্চমবারের মতো তিনি শীর্ষে ওঠেন গত বছরের ৩ ফেব্রুয়ারি, নাদালকে সরিয়ে। এ নিয়ে ষষ্ঠবারের মতো শীর্ষে থেকে বছর শেষ করলেন তিনি-এক্ষেত্রে স্পর্শ করেছেন যুক্তরাষ্ট্রের গ্রেট পিট সাম্প্রাসের রেকর্ড।

সবচেয়ে বেশি সময় শীর্ষে থেকেছেন ২০১৪ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বর সময়ের মধ্যে, ১২২ সপ্তাহ।

জোকোভিচের পয়েন্ট ১২ হাজার ৩০, দ্বিতীয় স্থানে থাকা নাদালের চেয়ে দুই হাজার পয়েন্ট বেশি। সাত হাজারের বেশি পয়েন্ট আর আছে কেবল দানিল মেদভেদেভ ও ডমিনিক টিমের।

তবে পুরষ ও নারী মিলে সবচেয়ে লম্বা সময় শীর্ষে থাকার রেকর্ড থেকে এখনও বেশ দূরে জোকোভিচ। মেয়েদের এককে রেকর্ড ৩৭৭ সপ্তাহ শীর্ষে ছিলেন স্টেফি গ্রাফ, ৩৩২ সপ্তাহ ছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা এবং ৩১৯ সপ্তাহ সেরেনা উইলিয়ামস।