ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, জানাজা একসাথে
Published : Monday, 1 March, 2021 at 10:10 PM
 সিলেটের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটই মিয়ার মৃত্যুর দুই ঘণ্টার ব্যবধানে শোকে মারা গেছেন তার স্ত্রী সুনারুন বেগম। তাদের জানাজাও হয়েছে একসাথে।

উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামে স্বামী-স্ত্রীর এই মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার রাতে উভয় লাশের একসাথে জানাজার পর লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটাই মিয়ার বয়স হয়েছিল ৬৫ বছর। আর তার স্ত্রীর হয়েছিল ৫৯ বছর। তারা এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রাম গ্রামের মধ্যম মহল্লার মৃত তফজ্জুল আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটই মিয়া মারা যান রবিবার দুপুরে। তিনি মারা যাওয়ার পর শোকে দুই ঘণ্টা পর মারা যান তার স্ত্রী সোনারুন বেগম।  

রবিবার রাতে বাণীগ্রাম শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্থানীয় গোরস্তানে। তখন একসঙ্গে স্ত্রীর জানাজার পর উভয় লাশ স্থানীয় গোরস্তানে দাফন করা হয়।