ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কর্মসূচিতে হামলার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ
Published : Tuesday, 2 March, 2021 at 12:00 AM
তানভীর সাবিক, কুবি।।
কারাগারে সাংবাদিক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে এই বিক্ষোভ মিছিল বের করে তারা। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ, প্রচার সম্পাদক আবুল বাশার, যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আশিক, ক্রিড়া সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কিবরিয়া, সজল, আল আমিন, নাঈম এলাহী, কাউছারসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে কুবি ছাত্রদলের আহবায়ক পদপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান শুভ বলেন, দেশব্যাপী ছাত্রদলের যে কর্মসূচি ছিল তার বাস্তবায়ন হিসেবে আমরা বিক্ষোভ মিছিল করেছি। জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।