আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সোনাকান্দার মাহফিল সম্পন্ন
Published : Tuesday, 2 March, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
আ????হুম্মা আমিন, আমিন ধ্বনিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের দুইদিন ব্যাপি বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল গতকাল সোমবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। মোনাজাত পরিচালনা করেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর ও বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র আমীর আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মাহমুদুর রহমান।
আখেরী মোনাজাতে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভের আশায় সারা বাংলার প্রত্যন্ত এলাকা থেকে আল্লাহাভীরু ও রাসূলপ্রেমিগণ হাজির হন মাহফিলে। নিজের ও আহাল আওলাদের গুনাহ খাতা মাফির জন্য এবং দেশ-জাতির ইহকালীন ও পরকালীন সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠিত আখেরী মুনাজাতে কান্নার রোল পড়ে যায়। আ???াহ পাকের দরবারে মোনাজাতের কান্নাকাটিতে ?????? ????? ??? আশ-পাশের পরিবেশ ও আকাশ বাতাসে বেহেশতী আমেজ ছিল লক্ষনীয়। সেই সময় সো???????? দরবার এবং এর আশ-পাশের এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মোনাজাত চলাকালে লাখো লাখো মুসল্লীদের আমিন আমিন ধ্বনির মাধ্যমে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করেন।
বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহর কেন্দ্রিয় মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মোতালেব হোসাইন সালেহীর উপস্থাপনায় রোববার রাতে মাহফিলে আরো বয়ান করেন মাওলানা মুফতী শাহআলম হানাফি, মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা পীরজাদা সফিকুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ মাওলানা বেলাল হোসেন আফসারী, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আবুবকর সিদ্দিক, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির ও মাওলানা মিজানুর রহমান মুনিরী প্রমুখ।
আখেরি মোনাজাতে দরবারের আশিকীন, যাকেরীন, মুহিব্বীন, খলিফাবৃন্দ, দেশ-বিদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, দেশ-বরেণ্য পীর-মাশায়েখগণসহ সামাজিক ও বিভিন্ন পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন।