Published : Tuesday, 2 March, 2021 at 12:00 AM, Update: 02.03.2021 2:26:14 AM
সদ্য প্রয়াত কুমিল্লার বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী ওস্তাদ, কালীপদ মেমোরিয়াল কালচারাল একাডেমির অধ্যক্ষ, বাংলাদেশ বেতারের যন্ত্রসঙ্গীত শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক অধ্যক্ষ মিলন আহমেদের স্মৃতিচারণে স্মরণ সভা আগামী ৫ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে (টাউনহল) অনুষ্ঠিত হবে।
উক্ত স্মরণ সভায় সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মিলন আহমেদ স্মরণ পর্ষদের আহবায়ক এম. এ কাইয়ূম খান, সদস্য সচিব এম. এ. তাহের ও কালীপদ মেমোরিয়াল কালচারাল একাডেমির পরিচালক অনামিকা দেব।