Published : Tuesday, 2 March, 2021 at 12:00 AM, Update: 02.03.2021 2:26:30 AM
তানভীর দিপু: কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২ মার্চ) মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং কাব বনাম মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠ হিসেবে কুমিল্লায় ‘ফেভারিটের’ তকমা নিয়েই নামবে মোহামেডান। এছাড়া পয়েন্ট টেবিলেও এগিয়ে আছে শন লেনের দলটি। এই লীগের পয়েন্ট টেবিলে মোহামেডানের বর্তমান অবস্থান ষষ্ঠ আর মুক্তিযোদ্ধার অবস্থান একাদশ।
উত্থান পতনের এই লীগে মোহামেডান স্পোর্টিং কাব পয়েন্ট টেবিলে উঠা-নামার মধ্যেই আছে। ১০ ম্যাচে ৪ জয়, ২ হার আর ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ১৬। যদিও তারা গত ম্যাচের একটিতে হারেনি, কিন্তু ড্র করেছে দু’টিতে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় মোহামেডানের ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতেও টুর্নামেন্টে ৭ গোল করে আছে ৪ নম্বরে।
আর টেবিলের তলানিতে হাবুডুবু খাওয়া মুক্তিযোদ্ধার অবস্থান ১১তম। ১০ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে তারা। ড্র করেছে ৩টিতে, হেরেছে ৫টিতে। অবশ্য গত ৫ ম্যাচের ৩টিতে ড্র করেছে তারা আর ১টি জয়ও পেয়েছে।
ম্যাচের আগে গতকাল কুমিল্লায় এসে অনুশীলন করেছে মোহামেডান এবং মুক্তিযোদ্ধা। আজকের এই ম্যাচে মোহামেডান যদি জয় পায় তাহলে টিকে থাকবে শীর্ষে উঠার প্রতিদ্বন্দীতায় আর হারলে পিছিয়ে যাবে অনেক দূর। এদিকে মুক্তিযোদ্ধার জন্য এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই, কারণ হারলেই চলে যাবে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। সম্মানজনক ভাবে টেবিলে টিকে থাকতে মুক্তিযোদ্ধা চাইবে জয় নিয়েই ফিরতে।
এদিকে যেহেতু মোহামেডান স্পোর্টিং কাবের হোমগ্রাউন্ড ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, সেহেতু কুমিল্লার ফুটবল প্রেমিরা চায় মোহামেডান স্পোর্টিং কাবের নিশ্চিত জয়।