টিকা নিয়েছেন মির্জা ফখরুল
Published : Tuesday, 2 March, 2021 at 12:00 AM
সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর কোভিড-১৯ টিকা নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে কুয়েত-মৈত্রী হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে প্রায় এক মাস থেকে ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন ৭৩ বছর বয়সী ফখরুল।
দেশে ফিরে তিনি বলেছিলেন, “সেখানে (সিঙ্গাপুর) বিদেশিদের টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে এসে দেখব কী অবস্থা, রেজিস্ট্রেশন করে তখন চেষ্টা করব।”
বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার টিকা কোভিশিল্ড। সেই টিকাই সবাইকে বিনামূল্যে দিচ্ছে সরকার।
ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন নেতা করোনাভাইরাসের টিকা নিয়েছেন।