ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট
জয় পেলো নিউ স্টার ক্রিকেট ক্লাব ও ফৌজদারি রাইডার্স
Published : Tuesday, 2 March, 2021 at 12:00 AM, Update: 02.03.2021 2:28:00 AM
জয় পেলো নিউ স্টার ক্রিকেট ক্লাব ও ফৌজদারি রাইডার্সতানভীর দিপু: শুরু হয়ে গেছে কুমিল্লায় পাড়ার ক্রিকেটের মহারণ স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। গত রবিবার জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনের পর গতকাল পহেলা মার্চ থেকে শুরু হয় ম্যাচ। শুরুর দিনেই দু’টি ম্যাচে মুখোমুখি হয় চারটি দল। প্রথম ম্যাচে নিউ স্টার ক্রিকেট কাবের বিপক্ষে মাঠে নামে কিংস ইলেভেন ধর্মপুর। পরের ম্যাচে ফৌজদারি রাইডার্সের মুখোমুখি হয় ইয়াং স্টার চাঁনপুর।
গতকাল বিকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে প্রথম ম্যাচে ৬৫ রানের বিশাল ব্যবধানে কিংস ইলেভেন ধর্মপুরের বিরুদ্ধে জয় তুলে নেয় নিউ স্টার ক্রিকেট কাব। টসে জিতে বোলিং নেয় কিংস ইলেভেন। প্রথম ইনিংসে ১০ ওভারে ১৬৮ রানের বিশাল সংগ্রহ করে নিউ স্টার ক্রিকেট। ৬ উইকেট হারিয়ে বিশাল রানের সংগ্রহ স্বস্তিতেই রাখে নিউ স্টারদের। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ইসমাইল। কিংস ইলেভেনের হয়ে ৪ উইকেট নেন বোলার রবিউল আমিন। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ১০ ওভারে ১০২ রান করে কিংসরা। সবশেষ ৮ উইকেট হারায় তারা। কিংসের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন রাশেদ। নিউ স্টারের পক্ষে ৩ উইকেট নেন ইসমাইল।
দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফৌজদারি রাইডার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায়  ইয়ং স্টার চাঁনপুর। প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে রাইডার্সরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করে স্বপন আর ইয়ং স্টারের রহিম নেন ৪ উইকেট। পরে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় চাঁনপুরের দল। ১০ উইকেট হারিয়ে রাইডার্সদের রানের অর্ধেকও করতে পারেনি ইয়ং স্টাররা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন রেজা। রাইডার্স আসিফ নেন ৩ উইকেট। ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় ফৌজদারি রাইডার্স।
আজ সকাল থেকে মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।