মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২ মার্চ) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা কর্তৃক অং সান সু চি সরকারকে অপসারণ করার প্রতিবাদে বিক্ষোভ চলছিল।
এসময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে অনেকে আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক উদ্ধারকর্মী বলেন, ‘পুলিশ গুলির পাশাপাশি, টিয়ারগ্যাস এবং রাবার বুলেটও নিক্ষেপ করে। আহত তিনজনের অবস্থা গুরুতর।’
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিসহ গুরুত্বপূর্ণ নেতাদের আটক করে সামরিক বাহিনী। এরপর থেকে তাদের মুক্তি দাবি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ চলছে দেশটিতে। এর মধ্যে গত রোববার গুলিতে অন্তত ১৮ বিক্ষোভকারী প্রাণ হারান।