ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেডিক্যালের ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন
Published : Tuesday, 2 March, 2021 at 7:24 PM
মেডিক্যালের ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন২০২০-২০২১ বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।  মঙ্গলবার (২ মার্চ)  দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের সামনে  মানববন্ধন করেন তারা।  এ সময় শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার তারিখ না পেছানো  পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলেন,করোনাভাইরাসের সংক্রমণের কথা বিবেচনা করে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। অথচ মেডিক্যালের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা পেছানো হচ্ছে না। যেখানে প্রতিনিয়ত মানুষ সংক্রমিত হচ্ছে, মারা যাচ্ছে,সেখানে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কেন পরীক্ষা দেবো? পরীক্ষা না পেছানো পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

পরীক্ষা পেছানোর যৌক্তিকতা দেখিয়ে তারা বলেন, ২ এপ্রিল মেডিক্যালের ভর্তি পরীক্ষা হলে অনেকগুলো সমস্যার সৃষ্টি হবে। এর মধ্যে অন্যতম হলো— পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক মিলিয়ে প্রায় ৪ লাখ মানুষের সমাগম হবে। ফলে অনেকেই সংক্রমিত হতে পারেন। এছাড়া ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই বেসরকারি মেডিক্যালে ভর্তির আগে  অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। তবে এবার সে সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হবেন। তাই দ্রুত পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। ওই  বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।