এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা ফিরে পাওয়ার পর এবার ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট’ অনুযায়ী বিশ্বের ধনকুবেরদের তালিকায় আট নম্বরে উঠে এলেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। গত বছর তিনি এই তালিকায় ৯ নম্বরে ছিলেন। গত বছরের নিরিখে তার সম্পত্তির মোট পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে বলে জানা যাচ্ছে ওই তালিকা থেকে।
‘হুরুন’-এর এক বিবৃতিতে আম্বানির এই সাফল্য সম্পর্কে জানানো হয়েছে, ভারতের রফতানির ৮ শতাংশই হয় রিলায়েন্সের মাধ্যমে। তারাই ভারতের সবচেয়ে বড় রফতানিকারী। শুল্ক ও আবগারি শুল্ক থেকে ভারতের মোট আয়ের ৫ শতাংশই রিলায়েন্স দেয়।’
এই তালিকার শীর্ষস্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্স-এর সিইও ইলন মাস্ক। দ্বিতীয় স্থানে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।