সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
Published : Tuesday, 2 March, 2021 at 8:09 PM
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচার ফলসাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক ঘিওর উপজেলার কর্জনা বড়টিয়া গ্রামের আব্দুল গনির ছেলে শফিকুল ইসলাম (৩৫), আরোহী একই গ্রামের পরান প্রধানের ছেলে রাজেন মিয়া (৪৫)। তারা সম্পর্কে তারা চাচা ভাতিজা।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনর্চাজ শামীম আল মামুন বলেন, বিকেলে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন চালক শফিকুল ও আরোহী রাজেন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘাটত বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।