সুনামগঞ্জের কুন্দানালা খালের উপর নির্মাণাধীন সেতুর ভেঙে পড়া গার্ডার অপসারণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৪ মার্চ) সকাল থেকে এই গার্ডারগুলো অপসারণের কাজ শুরু হয়।
সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্ট থেকে জগন্নাথপুর-আউশকান্দি হয়ে রাজধানীর দূরত্ব কমানোর জন্য সড়কের কাজ হচ্ছে গত কয়েক বছর ধরে। এই সড়কে সাতটি নতুন সেতুর কাজ হচ্ছে গেল ৬ মাস ধরে। গত রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১০ কিলোমিটারের মাথায় কুন্দানালা খালের ওপর নির্মাণাধীন সেতুর পাঁচটি গার্ডার একে একে ভেঙে যায়।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী হারুন অর রশিদ দাবি করেন, কাজে কোনো অনিয়ম হয়নি। ১৬০ টন ওজনের গার্ডার বসানোর সময় হাইড্রোলিক পাইপ ফেটে যাওয়ায় ওজন নিতে পারেনি সেতুটি, একটির ওপর আরেকটি পড়ে সব কয়টি ভেঙে গেছে।
কিন্তু স্থানীয় লোকজন দাবি করেছেন, এই সড়কে নির্মাণাধীন সাতটি সেতুতেই অনিয়ম হচ্ছে। অনিয়মের কারণেই এই ধ্বসের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০২ মার্চ) সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. জাকির হোসেনকে প্রধান করে এই ঘটনা তদন্তের জন্য চার সদস্যের তদন্ত টিম গঠন করা হয়।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম দাবি করেন, সেতুর গার্ডার নির্মাণ কাজে অনিয়ম হয়েছে যারা দাবি করেছেন, গার্ডার ভাঙার সময় এসে যাচাই করতে পারেন তারা।
তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানই গার্ডার অপসারণ করছে। যথাসময়ে নতুন করে আবার গার্ডার নির্মাণ করে দিতে হবে তাদেরকেই।