টানা হারের রেকর্ড লিভারপুলের
Published : Saturday, 6 March, 2021 at 12:00 AM
লিভারপুলকে
গত মৌসুমে হারানো হয়ে উঠেছিল দুরূহ। লিগ জিতে দলটি গত মৌসুমে কাবের টানা
ম্যাচ জয়ের রেকর্ডও ভেঙে দিয়েছিল। নতুন মৌসুমেও শুরুতে ভালো ছন্দে ছিল অল
রেডসরা। কিন্তু হুট করেই পথ হারিয়েছে তারা। এতোটাই ক চ্যুত হয়েছে যে, ঘরের
মাঠে টানা ম্যাচ হারের রেকর্ড গড়েছে।
বৃহস্পতিবার রাতের ম্যাচে জার্গেন
কপের দল ঘরের মাঠ অ্যানফিল্ডে চেলসির বিপে হেরেছে ১-০ গোলে। ম্যাচের ৪২
মিনিটে ম্যাসন মাউন্ট গোল করে দলকে লিড এনে দেন। ওই গোলেই রেডসদের মাঠ থেকে
ব্লুজরা জয় নিয়ে শেষ করে। আর সর্বশেষ আসরের লিগ জয়ী দলটি শেষ পাঁচ ম্যাচের
চারটিতে হেরে মাঠ ছাড়ে।
তবে জার্গেন কপের দলের জন্য তার চেয়ে লজ্জার
হলো- ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচে হার। লিগে লিভারপুলের দীর্ঘ ইতিহাসে যা
প্রথমবার ঘটল। এমনকি লিগ জয়ী কোন দল পরের মৌসুমে ঘরের মাঠে টানা পাঁচ
ম্যাচে হার দেখেনি। আগের মৌসুমগুলোতে গোলের ফুল ফোঁটানো লিভারপুলের ফ্রন্ট
থ্রি মোহামেদ সালাহ, সাদিও মানে এবং রর্বাতো ফিরমিনোকে এবার সেটাই দেখতে
হলো।
শুধু তাই নয়, লিভারপুলের যেখানে সুযোগ ছিল ৩৩ পয়েন্ট তুলে নেওয়ার।
সেখানে তারা তুলেছে মাত্র ১০ পয়েন্ট। লিগে ওয়েস্ট ব্রুম, নিউক্যাসল এবং
সাউদাম্পটন ছাড়া এতো কম পয়েন্ট তোলেনি কোন দল। তাদের নিয়মিত হারের ফলটাও
পড়েছে পয়েন্ট টেবিলে। শীর্ষ থেকে নেমে গেছে সাতে। চ্যালেঞ্জ হয়ে উঠেছে সেরা
চারে মৌসুম শেষ করা।