Published : Friday, 5 March, 2021 at 12:00 AM, Update: 05.03.2021 12:33:01 AM
তানভীর দিপু:
দেশের
বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কুমিল্লার ৫৬জন চারুশিল্পীর ১৮৫ শিল্পকর্ম
নিয়ে কুমিল্লায় সপ্তাহ ব্যাপি চারুকলা প্রদশনী উদ্বোধন করা হয়েছে। জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা
একাডেমিতে আয়োজিত এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দীন বাহার। কুমিল্লা
পথিকৃত চারুশিল্প পরিষদের সভাপতি চন্দন দেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক
অধ্যাপক শিল্পী খাজা কাইয়ুম, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সহ- সভাপতি
শিল্পী নাজমা আক্তার, শিল্পী শাহরুল হায়দার আগামী ১০ মার্চ পর্যন্ত
প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনীটি সাধারণ মানুষের
জন্য উন্মুক্ত থাকবে।
পথিকৃত কুমিল্লা চারুশিল্পী পরিষদ ও কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই চারুকলা প্রদর্শনী।
চারুকলা
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন,
কুমিল্লার মাটি শিল্পীদের জন্য উর্বর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম,
উপমহাদেশ খ্যাত শচীন দেব বর্মণ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়াত আলী
খাঁ, বাংলা ভাষার রূপকার ধীরেন্দ্রনাথ দত্তসহ অনেক গুণী মানুষ শিল্পী
হয়েছেন এই মাটিতে। কুমিল্লার চারু শিল্পীরাও বিভিন্ন সময়ে হয়েছেন দেশ-বিদেশ
খ্যাত। আগামী প্রজন্মের শিল্পীরাও এই কুমিল্লার উর্বর মাটিকে গর্বিত করবে।
এজন্য কুমিল্লা আর্ট স্কুলকে আর্ট কলেজে উন্নীত করা হবে।
উদ্বোধনী
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কালচারাল অফিসার আয়াজ মাবুদ,
চলচিত্র পরিচালক ও ভাস্কর্য শিল্পী উত্তম গুহ। উদ্বোধন শেষে আমন্ত্রিত
অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রদর্শনীতে জল রঙ, তেল রঙ,
এ্যাক্রেলিক, পেন্সিল স্কেচ, কালার পেন্সিল, মিক্স মিডিয়া, ছাপচিত্র, রিকশা
পেইন্টিং, উডকাট, ভাস্কর্যসহ বিভিন্ন ধরনের চিত্রকর্ম প্রদর্শিত হবে।
চারুকলা প্রদর্শনীর ৭ দিনে ৫ মার্চ জলরঙ কর্মশালা, ৬মার্চ এ্যাক্রেলিক
কর্মশালা ও ৮ মার্চ চিত্রাংকন প্রতিযোগিতা। এদিকে চারুকলা প্রদর্শণীকে ঘিরে
জেলা শিল্পকলা একাডেমীতে কুমিল্লার নবীণ-প্রবীণ শিল্পীদের মিলনমেলা।