ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাল সূর্যতরুনের হয়ে মাঠে নামবেন আসিফ আকবর
গতকালের ম্যাচে জয় পেয়েছে ৯৪ ওয়ারিয়র্স, শিফাত একাদশ, নীতিবান ক্রিকেট ক্লাব ও শিমপুর ক্রিকেট ইলেভেন
Published : Saturday, 6 March, 2021 at 12:00 AM, Update: 06.03.2021 1:34:07 AM
কাল সূর্যতরুনের হয়ে মাঠে নামবেন আসিফ আকবর
তানভীর দিপু:
স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে আজ সূর্যতরুণ কাবের হয়ে মাঠে নামবেন দেশবরেণ্য গায়ক আসিফ আকবর। দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে নামার বিষয়টি কুমিল্লার কাগজকে নিশ্চিত করেছেন গায়ক আসিফ। কুমিল্লা জিলা স্কুল মাঠে আজ শনিবার এই ম্যাচে সূর্যতরুণের মুখোমুখি হবে প্রয়াত আদর্শ ফ্রেন্ডস কাব। দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে।
সূর্যতরুণ কাব সূত্রে জানা গেছে, কুমিল্লা জিলা স্কুলকে কেন্দ্র করে আশেপাশের এলাকার তরুণদের নিয়ে প্রায় ৩০ বছর আগে সূর্যতরুণ কাবটি গড়ে উঠে। এই কারের হয়ে ক্রিকেট খেলেছেন আসিফ আকবর। এছাড়াও কাবের পুরোনো ক্রিকেটার লিপু, সুমন বড়–য়া, সুজন, বগলু, ইমরুল, ইমনসহ অন্যান্যরা নামছেন নিজেদের চেনা মাঠে।
কাব সদস্যরা জানায়,  কাবটির সদস্যরা বিভিন্ন পেশায় স্বনামধন্য অবস্থানে ব্যস্ত থাকায় ব্যাটে বলের স্পর্শ পায়নি অনেক দিন। আবারো পুরোনো সতীর্থদের নিয়ে মাঠে নামার আয়োজনকে ঘিরে আপ্লুত হচ্ছেন একসময়ে কুমিল্লা মাতানো প্রবীণ ক্রিকেটাররা।
এদিকে গতকাল স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে ৯৪ ওয়ারিয়র্স, শিফাত একাদশ, নীতিবান ক্রিকেট কাব ও শিমপুর ক্রিকেট ইলেভেন। টুর্নামেন্ট পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, দিনের প্রথম ম্যাচে টসে জিতে ৯৪ ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাটিংয়ে নামে ফ্যান্টাসি ইলেভেন ।  ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানে থামে ফ্যান্টাসি। ফ্যান্টাসির ফারুক করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান। জবাবে ৭ উইকেট হারিয়ে জয় পায় ওয়ারিয়র্সরা। ওয়ারিয়র্সের হাসান করেন ৪৫ রান।
দিনের দ্বিতীয় ম্যাচে সিজেডএস ৯৮ ঈগলসের বিপক্ষে জয় পায় শিফাত একাদশ। টসে জিতে ঈগলসকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় শিফাত।
কাল সূর্যতরুনের হয়ে মাঠে নামবেন আসিফ আকবর ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান করে ঈগলস্রা। জবাবে কোন উইকেট না হারিয়েই ৭ ওভার ৫ বলে বিশাল জয় পায় শিফাত একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন সজীব।
তৃতীয় ম্যাচে আমরা ক’জনের বিরুদ্ধে ১৬১ রানের বিশাল জয়  তুলে নেয় নীতিবান ক্রিকেট কাব। টসে জিতে ১০ ওভার মাত্র ২ উইকেট হারিয়ে ২০৩ রানের বিশাল সংগ্রহ তুলে নীতিবান ক্রিকেট কাব। দলের পক্ষে একাই ৭৯ করেন শিমুল। জবাবে মাত্র ৪২ রানেই  গুটিয়ে যায় আমরা ক’জন। নীতিবানের রনি ৩ রানে নেন ৬ উইকেট।
দিনের শেষ ম্যাচে ২৩ রানে আমড়াতলী কৃষ্ণপুর যুব সংঘকে হারায় শিমপুর ক্রিকেট ইলেভেন। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আমড়াতলী। ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করে শিমপুর। শিমপুরের আলী করেন সর্বোচ্চ ৪০ রান,আমড়াতলীর ইমন ২৪ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১১১ রানে অলআউট হয় আমড়াতলী। ২৩ রানে জয় পায় শিমপুর ক্রিকেট ইলেভেন।