ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কারেন্ট জাল জব্দ, ১০ জেলের জরিমানা
Published : Saturday, 6 March, 2021 at 12:00 AM
ভোলার মেঘনা নদী থেকে ছয় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ১০ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ মার্চ) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু আব্দুল্লাহ খান এ আদেশ দেন।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ‘সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় ২০ কেজি ইলিশ ও ছয় হাজার মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করে। তাদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খানের কাছে নেয়া হলে আদালত বসিয়ে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে নষ্ট ও ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।’
উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ শিকার, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজার জাতের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।