ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সীমান্ত অতিক্রমকালে আটক ১৭
Published : Saturday, 6 March, 2021 at 12:00 AM
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি।
বৃহম্পতিবার (০৪ মার্চ) রাতে ও শুক্রবার (০৫ মার্চ) ভোর রাতের দিকে শ্যামকুড় ও মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, ছয়জন নারী ও ছয়জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ ও ঝিনাইদহ জেলায়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহম্পতিবার রাতে ও শুক্রবার ভোরে মহেশপুর শ্যামকুড় ও মাটিলা সীমান্ত এলাকার পাকা রাস্তার ওপর থেকে নারী-পুরুষ-শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি।
তিনি আরও বলেন, সম্প্রতি সীমান্ত অতিক্রমের চেষ্টার ঘটনা একটু বেড়েছে। তবে আমরা সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছি প্রতিটি সীমান্ত এলাকায় যেন কেউ এমন সুযোগ কাজে লাগাতে না পারে।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা-যাওয়ার সময় ১৪৪ নারী-পুরুষ-শিশু এবং সহায়তাকারী আট দালালকে আটক করেছে বিজিবি।