সদর দক্ষিণ উপজেলা সামাজিক নিরাপত্তা খাতে ভাতা পাচ্ছেন ১৩ হাজার ৩৯৬ জন
Published : Saturday, 6 March, 2021 at 12:00 AM
মো. মিজানুর রহমান ।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সামাজিক নিরাপত্তা খাতে মাসিক ভাতা পাচ্ছেন ১৩ হাজার ৩৯৬ জন সুবিধাভোগী। এসব ভাতার মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, দুঃস্থ মহিলা ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ও এতিমখানায় পোষাক এবং খাদ্য সরবরাহ বাবদ বিভিন্ন সময় সহায়তা প্রদান করা হয়। বর্তমানে হিজড়া জনগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ/বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা অফিস সূত্র জানায়, উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, গলিয়ারা উত্তর, গলিয়ারা দক্ষিণ, জোড়কানন পূর্ব ও জোড়কানন পশ্চিম ইউনিয়নের ১৩ হাজার ৩৯৬ জন সুবিধাভোগী বয়স্ক ভাতা, দুঃস্থ মহিলা ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পাচ্ছেন। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা প্রতি মাসে ১২ হাজার টাকা হারে সম্মানী পাচ্ছেন ২৬৬জন। বয়স্ক ভাতা পাচ্ছেন প্রতি মাসে ৫০০/- টাকা হারে ৭ হাজার ৫৮৪ জন। দুঃস্থ মহিলা ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা পাচ্ছেন প্রতিমাসে ৫০০/- টাকা হারে ৩ হাজার ৪৮৩ জন। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন প্রতিমাসে ৭৫০/- টাকা হারে ২ হাজার ১৪ জন। হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ভাতা পাচ্ছেন প্রতিমাসে ৬০০/- টাকা হারে ১০ জন এবং অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ/বয়স্ক ভাতার আওতায় প্রতিমাসে ৫০০/- টাকা হারে ভাতা পাচ্ছেন ৩৯ জন সুবিধাভোগী। সরকারের দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক নিরাপত্তা খাতের এ কর্মসূচীতে সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি ও ভাতার হার আরো বৃদ্ধি করা হলে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বড় ধরণের ভূমিকা রাখবেন বলে মনে করছেন অভিγ মহল।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ শামীমা শারমীন ভাতা ভোগীদের সংখ্যা ও তাদের সম্মানী ভাতার হারের বিষয়টি দৈনিক কুমিল্লার কাগজকে নিশ্চিত করেছেন।