চান্দিনায় পুলিশ-জনতার যৌথ পাহারা
Published : Saturday, 6 March, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় ডাকাতি রোধে পুলিশ-জনতার যৌথ পাহারা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে চান্দিনা পৌর এলাকা ও বরকইট ইউনিয়ন থেকে ওই কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ড ছায়কোট এলাকা, ৯নং ওয়ার্ড তুলাতলি এলাকা, ৮নং ওয়ার্ড বিশ্বাস এলাকা ও বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর বাজার ও চান্দিয়ারা এলাকায় ওই কার্যক্রম উদ্বোধন করেন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
তিনি জানান- কুমিল্লাকে ডাকাতিমুক্ত রাখতে জেলা পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশ ও জনতার যৌথ রাত্রিকালিন পাহারা শুরু কার্যক্রম শুরু করেছি।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা থানার পুলিশ পুরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুস ছালাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুর রব, ৯নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল মিয়া, বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন, (এস.আই) সুলতান আহমেদ প্রমুখ।