ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত
Published : Saturday, 6 March, 2021 at 8:16 PM
টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতমাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে ভারত। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ডকে টপকে শীর্ষে উঠেছে বিরাট কোহলির দল। একই সঙ্গে জায়গা করে নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরেও ভারত চার টেস্টের সিরিজ জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে। শনিবার চতুর্থ টেস্ট শেষ হওয়ার পর নিউ জিল্যান্ডকে পেছনে ফেলে স্বাগতিকরা।

সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২২। গত জানুয়ারিতে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে ওঠা নিউ জিল্যান্ড এখন দুইয়ে, রেটিং পয়েন্ট ১১৮। তিনে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৩।

২০১৬ সালের অক্টোবরের পর গত মে মাসে আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদে শীর্ষস্থান হারায় ভারত। তাদেরকে তিনে ঠেলে তখন চূড়ায় উঠেছিল অস্ট্রেলিয়া। এবার কোহলিরা পুনরুদ্ধার করলেন সেই অবস্থান।

টানা দুটি টেস্ট সিরিজ জিতল ভারত। অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ডকে হারালো তারা। আর তাতে জায়গা করে নিল র‍্যাঙ্কিংয়ে শীর্ষে।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। নিশ্চিত করেছে ফাইনাল। আগামী ১৮ থেকে ২২ জুন হতে যাওয়া ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।

তৃতীয় টেস্ট হেরে ফাইনালের লড়াই থেকে ছিটকে যায় ইংল্যান্ড। টিকে ছিল অস্ট্রেলিয়ার আশা। তবে ভারত হারলেই কেবল ফাইনালে দেখা হতো তাসমান সাগর পাড়ের দুই দেশের। তাদের আশা গুঁড়িয়ে কোহলিরা শেষ টেস্ট জিতে নিয়েছেন তিন দিনেই।

র‍্যাঙ্কিংয়ে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড। পাঁচে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯০। ৫১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে বাংলাদেশ।