Published : Saturday, 6 March, 2021 at 12:00 AM, Update: 06.03.2021 1:36:05 AM
কুমিল্লার কাটাবিল
রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক, কুমিল্লা কেন্দ্রীয়
ঈদ-ই- মিলাদুন্নবী (দরুদ) উদযাপন কমিটি ও কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল
জামাত এর সাবেক দপ্তর সম্পাদক, শাহেনশাহে ছিরিকোটের একনিষ্ঠ খাদেম,
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া কমিটি কুমিল্লার অন্যতম মুরুব্বি সৈয়দ
আবদুল বাকী (৮৫) গত ৪ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একটি হাসপাতালে
ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । তিনি , বাংলাদেশ
ইসলামী ছাত্রসেনা কুমিল্লা ও
গাউছিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা মহানগরের
দপ্তর সম্পাদক ছৈয়্যদ মুহাম্মদ হাদীর বাবা। তিনি ২ ছেলে, ২ মেয়ে সহ বহু
আত্মীয় - স্বজন রেখে যান । ছিরিকোটের একনিষ্ঠ খাদেম ও প্রবীণ মুরীদ সৈয়দ
আবদুল বাকী (রহঃ) এর নামাজে জানাযা গতকাল ৫ মার্চ জুম্মাবার ১ম জানাযা
কাটাবিলে সকাল ১১ টায়, দ্বিতীয় জানাযা বাদ জুম্মা কাপ্তানবাজার কেন্দ্রীয়
ঈদগাহে এবং তৃতীয় জানাযা তার নিজ উপজেলা ব্রাহ্মণপাড়ার চান্দলায় বাদ আসর
শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার ইন্তেকালে আহলে সুন্নাত
ওয়াল জামাত , বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,
গাউছিয়া
কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগরের প থেকে গভীর শোক প্রকাশ ও তাঁর
আতœার মাগফেরাত কামনা করেন। এদিকে গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার
প্রতিষ্ঠাতা লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির গভীর শোক
প্রকাশ ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।