পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে গত কয়েক দিনে ছয় ক্রিকেটারসহ সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। ক্রিকেটারদের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় শুক্রবার স্থগিত হয়ে যায় টি-টোয়েন্টির জনপ্রিয় এ আসরটি।
এ ব্যাপারে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ আহমেদ করাচির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন, মাঝপথে পিএসএল স্থগিত হওয়া খুবই দুঃখজনক। আবার যখন পিএসএল শুরু হবে তখন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এখনকার মতোই ধারাবাহিক পারফর্ম করে যাবে বলে আশা করি।
তিনি আরও বলেন, পিএসএলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল যুক্ত হওয়া আমাদের সবার জন্য একটি আনন্দময় উপলক্ষ ছিল। টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচে অবিশ্বাস্যভাবে খেলে তিনি তার গুরুত্ব বুঝিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের খেলা থাকায় পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাত্র দুই ম্যাচ খেলে দেশে ফিরে শ্রীলংকা সফরে যান ক্রিস গেইল। তার আগে পিএসএলে দুই ম্যাচে ৩৯ ও ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবীয় এই তারকা ব্যাটসম্যান।