স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট
ব্যাট হাতে চমকে দিলেন আসিফ
Published : Sunday, 7 March, 2021 at 12:00 AM, Update: 07.03.2021 2:16:37 AM
তানভীর
দিপু: দল হারলেও দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে নেমে চমক দেখালেন বাংলা গানের
যুবরাজ আসিফ আকবর। ২০০০ সালের পর মাঠে নেমে ৩ বলে ১ ছক্কায় করেছেন ৯ রান।
কুমিল্লা জিলা স্কুল মাঠে স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে আসিফ
আকবরের সূর্যতরুন ক্লাবকে ২৮ রানে হারিয়েছে পয়াত আদর্শ ক্রিকেট ক্লাব।
প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১২৪ রান করে পয়াত আদর্শ ক্লাব। আদর্শ
ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন ঝুটন। এছাড়া সুমন করেন ৩৩ রান।
সূর্যতরুনের সুজন নেন ২২ রানে উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসের সূর্যতরুন
শুরুতেই হোঁচট খায়। ১ রান করেই প্যাভিলিয়নে ফেরত যান ওপেনিং ব্যাটসম্যান
সারোয়ার। পরে সুমন ও সজিবের জুটিতে কিছুটা স্বস্তি পায় সূর্যতরুণ। ৩ টি ছয় ও
২টি চারে ৩১ রান করে সুমন উইকেট হারানোর পর সজিবের সাথে আর কেউ দীর্ঘ সময়
দিতে পারেনি। সজিবও আউট হয় ৪০ রান সংগ্রহের পর।এরপর ইমরুল ৫ ও সুজন ১ রান
করে আউট হন। উইকেটে থাকা ব্যাটসম্যানের সাথে যোগ দেন আসিফ আকবর। ওভারের শেষ
তিন বল পান তিনি ব্যাট করার জন্য। আর এতেই চমক লাগান তিনি। প্রথম বলেই ২
রান, এরপরের বল উড়িয়ে সীমানা পাড় করেন আর শেষ বলে এক রান। মোট ৩ বলেই করেন ৯
রান।