Published : Monday, 8 March, 2021 at 7:26 PM, Update: 08.03.2021 9:02:23 PM
জহির শান্ত: সুন্দর কুমিল্লা গড়তে দল-মতের ঊর্ধ্বে থেকে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সোমবার ( ৮ মার্চ) দুপুরে কুমিল্লায় কর্মরত সংবাদকর্মীদের সাথে পরিচিতি মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা। এখানকার মানুষ শিক্ষিত-সৃজনশীল। তাই সকলের সহযোগিতা ও পরারমর্শ নিয়েই আগামী দিনগুলোতে কাজ করতে চাই।
সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির দিকে আগ্রহ বৃদ্ধির পরামর্শ দিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা চাই আমাদের সন্তানেরা সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাক। ট্যাকনিক্যাল স্কিল ডেভেলপ করুক। এজন্য শিশুদের আইসিটি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হবে।
‘কেউ চাইলে এখানকার প্রাইমারি স্কুলগুলোতে ইংলিশ ভার্সন চালু করতে পারেন। এজন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।’ যোগ করেন তিনি।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কুমিল্লার মানুষকে আমি স্বপ্ন দেখাতে চাই- আপনাদের সন্তানেরা টেনলোজিতে এগিয়ে যাবে, নাসা’র মতো বড় বড় প্রতিষ্ঠানে কাজ করবে। ঘরে বসে আউটসোর্সিং করবে। আমি চাই আমাদের সন্তানদের টেকনিক্যাল স্কিল বৃদ্ধি পাক। তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মো: শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাঈন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুল, বাসস ও দৈনিক রূপসী বাংলার সিনিয়র রিপোর্টার অশোক বড়ুয়া, এটিএন বাংলা ও ইউএনবির প্রতিনিধি খায়রুল আহসান মানিক, নিউ এইজের প্রতিনিধি ইয়াসমিন রীমা, আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, বাংলা ভিশন ও আমাদের সময়ের রিপোর্টার সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, একাত্তর টিভির প্রতিনিধি এনামুল হক ফারুক, দৈনিক কুমিল্লা কাগজের উপ সম্পাদক সম্পাদক জহির শান্ত, দৈনিক শিরোনামের সিনিয়র রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব, সাপ্তাহিক কুমিল্লার কথার প্রকাশক দেলোয়ার হোসেন জাকির, জাগো কুমিল্লা অনলাইনের সম্পাদক অমিত মজুমদার প্রমুখ।