ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ইসমাইল নয়ন ॥
Published : Monday, 8 March, 2021 at 7:38 PM
   ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন"শেখ হাসিনার বারতা ,নারী পুরুষ সমতা" এই স্লোগানকে লালন করে সোমবার (৮মার্চ) সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। "করোনাকালে নারী নেতৃত্ব ,গড়বে নতুন সমতার বিশ্ব" এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত সভায়, সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া সিদ্দিকা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আজ দেশের নারী পুরুষের যৌথ প্রচেষ্টায় বিনির্মাণ হচ্ছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।