হোমনায় আর্ন্তজাতিক নারী দিবসে ক্ষুদ্র ঋণ ও সেলাই মেশিন বিতরণ
Published : Tuesday, 9 March, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিনিধি,হোমনা ।।
“করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার ১১টার দিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালী, আলোচনা সভা, ক্ষুদ্রঋণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, সাংবাদিক মো. কামাল হোসেন প্রমূখ।
উপজেলায় আত্মকর্ম সহায়তার প্রকল্পের অধীনে ১৫জন নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ৪১ জন আত্মকর্মী মহিলার মাঝে ১৫হাজার টাকা করে ৬লাখ ১৫হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করেন।