৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সারা দেশের মানুষকে এক সুতোয় গেঁথে দিয়েছিলেন- সুলতান আহাম্মেদ চেয়ারম্যান
Published : Tuesday, 9 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা আ’লীগের সদস্য ও মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ১নং মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহাম্মেদ বলেন, বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণ আমাদের স্বাধীনতার অমোঘমন্ত্র, বাঙালি জাতির শ্রেষ্ঠতম কবিতা। ১৯৭১ সালের ৭ই মার্চ মাত্র ১৯ মিনিটের এই কালজয়ী ভাষণে বঙ্গবন্ধু সারা দেশের মানুষকে এক সুতোয় গেঁথে দিয়েছিলেন। তাঁর সেই আবেগতপ্ত ভাষণ বাঙালি জাতির মর্মমূলে ছড়িয়ে দিয়েছিল মুক্তির স্বপ্ন, সংগ্রামের সুদৃঢ় প্রতিজ্ঞা। এই স্বপ্ন ও সাহস বুকে নিয়েই বাংলার স্বাধীনতাকামী মানুষ জীবন-রক্ত-সম্ভ্রম দিয়ে স্বাধীন করেছেন দেশ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তাই বাংলাদেশ রাষ্ট্রে ভিত্তিমূল, উজ্জ্বল প্রেরণাভূমি। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যেমন সেকালের বাঙালিকে আবেগে-সংগ্রামে-সাহসে প্লাবিত করেছে, তেমনি আজও এই ভাষণ যেকোনো অন্যায়ের প্রতিবাদে সোচ্চার করে তোলে। বিশ্বের যেকোনো দেশের মুক্তি সংগ্রামে এই ভাষণ তাই প্রেরণার অনির্বান শিখা। আর এ কারণেই ৭ই মার্চের স্বীকৃতি পরম আনন্দের এবং গর্বের। তিনি আরও বলেন, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা অনুযায়ী আমাদের জননেত্রী বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্নকে লালন করে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেছেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, আ’লীগ নেতা একেএম মোজ্জামেল হক মাষ্টার, ক্যাপ্টেন (মেরিন) জিয়াউল হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহীন খান মেম্বার, এস কে ট্রেডার্সের চেয়ারম্যান শামীম আহাম্মেদ কাজল, ইমাম হোসেন প্রমুখ।